logo
logo

জেনে নিন আপনার ছাদ ঢালাই এর হিসাব

Blog single photo

১০০০ বর্গ ফিট একটি ছাদ ঢালাই এর ইট, বালু, সিমেন্ট এবং রড এর পরিমান বের করার হিসাব

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৪০ ফিট

এবং ছাদের প্রস্থ = ২৫ ফিট

ছাদের পুরুত্ব= ৫ ইঞ্চি

তাহলে ছাদের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ = ৪০ X ২৫ = ১০০০ বর্গ ফিট

এবং ছাদের আয়তন = দৈর্ঘ্য X প্রস্থ X পুরুত্ব = ৪০ X ২৫ X ০.৪১৬৬ (৫/১২ ইঞ্চি কে ফিট হিসেবে)

= ৪১৬.৬ বা ৪১৭ ঘনফিট/সিএফটি

আদ্র অবস্থায় আয়তন মোট আয়তনের চেয়ে দেড়গুন বেড়ে যায় তাই

আদ্র আবস্থায় আয়তন = ৪১৭ X ১.৫ = ৬২৫.৫ বা ৬২৬ ঘনফিট/সিএফটি

সিমেন্ট বালু ও খোয়ার অনুপাত = সিমেন্ট: বালু: খোয়া = ১: ২: ৪

অনুপাতের যোগফল = ১+২+৪ = ৭

সিমেন্ট এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X সিমেন্ট অনুপাত) ÷ অনুপাতের যোগফল

= (৬২৬ X ১) ÷ ৭ = ৮৯.৪ বা ৯০ ঘনফিট/সিএফটি

= ৭২ ব্যাগ (১.২৫ ঘনফিট/সিএফটি = ১ ব্যাগ)

বালু এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X বালুর অনুপাত) ÷ অনুপাতের যোগফল

= (৬২৬ X ২) ÷ ৭ = ১৭৮.৮ বা ১৭৯ ঘনফিট/সিএফটি

খোয়া এর পরিমান = (আদ্র অবস্থায় আয়তন X খোয়ার অনুপাত) ÷ অনুপাতের যোগফল

= (৬২৬ X ৪) ÷ ৭ = ৩৫৭.৭ বা ৩৫৮ ঘনফিট/সিএফটি

= ৫২৭৯.৪ বা ৫২৭৯ টি ইট থেকে তৈরি খোয়া (১ টি ইট = ০.০৬৮ ঘনফিট/সিএফটি)

রড এর পরিমান = শুকনো অবস্থায় আয়তন X ২২২ X ১.৫% (রডের একক ওজন ২২২কেজি/ সিএফটি)

= ৪১৭ X ২২২ X (১.৫ ÷ ১০০)

= ১৩৮৫.৬১ বা ১৩৮৬ কেজি

= ১.৩৮৬ টন

আয়তন, রড বসানোর দুরত্ব ও রডের মিলিমিটার অনুসারে রডের হিসাব

ছাদে সাধারনত ১০ মিলিমিটার, ১২ মিলিমিটার, ১৬ মিলিমিটার রড ব্যবহার করা হয়

এবং ছাদে রড থেকে রডের দুরত্ব ৫ ইঞ্চি থেকে ৭ ইঞ্চি হয়ে থাকে

মনেকরি ছাদের দৈর্ঘ্য = ৪০ ফিট

এবং ছাদের প্রস্থ = ২৫ ফিট

আমরা যদি ৫ ইঞ্চি পর পর রড বসাই তাহলে

৪০ ফিট এ মোট রডের পরিমান

= ৪০ফিট/ ৫ ইঞ্চি +১

= ৪৮০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১

= ৯৬+১

= ৯৭ পিস (প্রতি পিস ২৫ ফিট দৈর্ঘের)

= ২৪২৫ ফিট

২৫ ফিট এ মোট রডের পরিমান

= ২৫ফিট/ ৫ ইঞ্চি +১

= ৩০০ ইঞ্চি / ৫ ইঞ্চি +১

= ৬০+১

= ৬১ পিস (প্রতি পিস ৪০ ফিট দৈর্ঘের)

= ২৪৪০ ফিট

মোট রডের পরিমান = ২৪২৫ ফিট+ ২৪৪০ ফিট

= ৪৮৬৫ ফিট

রডের ওজন = D²/৫৩২.২ কেজি (D হল রডের ডায়া বা মিলিমিটার)

= ১২²/ ৫৩২.২ কেজি (১২ মিলিমিটার রড এর ক্ষেত্রে)

= ০.২৭ কেজি (প্রতি ফিট এ)

মোট ওজন= ৪৮৬৫ X ০.২৭ কেজি

= ১৩১৩.৫৫ বা ১৩১৪ কেজি

= ১.৩১৪ টন (আরও ৫-১০% অপচয় এর জন্য বাড়তি রডের দরকার হবে)

= ১৩৭৯.৭ বা ১৩৮০ কেজি(৫% কম

আপনার মতামত লিখুন

Top