logo
logo

মধ্যবৃত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মুল্যে ঢাকা শহরে নিজের ফ্ল্যাট ও দোকান

Blog single photo

ভিলেজ ল্যান্ডমার্ক লিমিটেড ২০১৮ সাল থেকে ঢাকার শিক্ষানগরী নামে পরিচিত পশ্চিম উত্তরা বিরুলিয়া ঢাকা নামক স্থানে ”কম খরচে শেয়ারে নিজের বাড়ি নিজে করি” এই উদ্দেশ্যকে সামনে রেখে মধ্যবৃত্ত পরিবারের স্বপ্ন বাস্তবে রুপ দেবার জন্য ৪০% কম খরচে ফ্ল্যাট ও দোকান তৈরী করার কাজ শুরু করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন মিনু এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: বেলাল হোসেন এর সাথে কথা বলে জানা গেছে, প্রতিষ্টানটি তাদের ৬ ষ্ঠ প্রজেক্ট এর সফল সমাপ্তির পরে প্রস্তাবিত ১২০ ফিট মেইন রোডের সাথে তিন দিকের রাস্তা সম্বলিত ২৮ কাঠা জমির উপরে ৭ ম প্রজেক্ট ভিলেজ প্লাজা ১১ তলা বিশিষ্ট্য কমার্শিয়াল কাম রেসিডেনসিয়াল ভবন নির্মনের কাজ শুরু করতে যাচ্ছে। বেসমেন্টে থাকছে কারপার্কিং সুবিধা, ১ম থেকে ৩ য় তলা পর্যন্ত ১২৮ টি দোকান নিয়ে শপিংমল এবং ৪র্থ থেকে ১১ তম তলা পর্যন্ত ১২৮ টি ফ্ল্যাট থাকছে। যেখানে প্রতিটি পরিবারের জন্য থাকছে ৩ রুম বিশিষ্ট্য ৯৮০ স্কয়ারফিট এর একটি ফ্ল্যাট এর সাথে ২৪৪ স্কয়ারফিটের একটি দোকান এবং ৫ রুম বিশিষ্ট্য ১৯৬০ স্কয়ারফিট এর একটি ফ্ল্যাট এর সাথে ২৪৪ স্কয়ারফিটের দুইটি দোকান। মাত্র ২০০০ টাকা স্কয়ারফিট খরচে তৈরী হবে আপনার স্বপ্নের ফ্ল্যাট ও দোকান। ১২৮ টি শেয়ার এর মধ্যে ৬৮ টি শেয়ার বিক্রয় সম্পাদিত করে সাবকাবলা দলিলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জমির অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে। উক্ত প্রজেক্টে অগ্রীম কোন টাকা গ্রহন করা হয় না,জমির দলিল বুজে পাবার পরে টাকা গ্রহন করা হয়। প্রজেক্ট এর পাশে রয়েছে ৭ টি প্রাইভেট বিশ^বিদ্যালয় এর নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তার মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি,ইষ্টার্ণ ইউনিভার্সিটি,ফয়েজউল্লাহ মেডিক্যাল ইউনিভার্সিটি ও কলেজ। 

আপনার মতামত লিখুন

Top